• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুলাই ৩, ২০২৫
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

ঢাকার লালমাটিয়া নিজ বাসা থেকে মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলার গোয়েন্দা পুলিশ। মানিকগঞ্জ জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি) ইন্সপেক্টর মো. মোশারফ হোসেন বাংলানিউজকে নাঈমুর রহমান দুর্জয়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন আমাদের হেফাজতে আছে। নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে মানিকগঞ্জ রওনা দেওয়া হয়েছে।