• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে কড়া ভাষায় সতর্ক করল-ইরান

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ১৪, ২০২৫
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে কড়া ভাষায় সতর্ক করল-ইরান

এবার ইরান কড়া ভাষায় সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে। যদি তারা ইরানের হামলা প্রতিহত করতে বা থামাতে ইসরায়েলকে সহায়তা করে, তবে এর জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে তেহরান। আজ শনিবার ইরানী গণমাধ্যমের বরাত দিয়ে সংবদামাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।  ইসরায়েলের তিন পশ্চিমা মিত্রদেশকে ইরান হুঁশিয়ারি বার্তায় বলেছে, তারা যদি ইসরায়েলের ওপর হামলা প্রতিহত করতে সাহায্য করে, তবে ওই দেশগুলোর আঞ্চলিক ঘাঁটি ও জাহাজগুলো তেহরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, তেহরান সরকারিভাবে একটি কঠোর বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, যেকোনো দেশ ইসরায়েলের বিরুদ্ধে ইরানি আক্রমণ প্রতিহত করতে অংশ নিলে তারা কঠোর পদক্ষেপ নিবে। এছাড়া তাদের আঞ্চলিক ঘাঁটি— বিশেষত পারস্য উপসাগরের সামরিক ঘাঁটি, জাহাজ ও নৌবাহিনীর যানবাহন— ইরানি বাহিনীর সরাসরি লক্ষ্যবস্তু হবে।