• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

পুঁজিবাজার ধ্বংসকারীদের আইনের আওতায় আনতে হবে: বিএসইসি কমিশনার

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুলাই ৪, ২০২৫
পুঁজিবাজার ধ্বংসকারীদের আইনের আওতায় আনতে হবে: বিএসইসি কমিশনার

সোনালী ডেস্ক:

পুঁজিবাজার ধ্বংসের পেছনে জড়িতদের আইনের আওতায় আনতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার এম আলী আকবর বলেছেন, যে বা যারা পুঁজিবাজারকে ধ্বংস করবে বা করে তাদের আইনের আওতায় আনতে হবে।

শুক্রবার (৪ জুলাই) রাজধানীর সাভারে ব্র্যাক সিডিএমে দুদিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

বিএসইসি কমিশনার আলী আকবর বলেন, বর্তমানে পুঁজিবাজারের মাঠ খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। যারা বিনিয়োগ করতে চান, তাদের জন্য ভালো ফল পাওয়ার সুযোগ রয়েছে। আপনি কোন ধরনের মাঠ চান আমরা জানি না। আমরা চাই বিনিয়োগকারীরা যেন ক্ষতিগ্রস্ত না হন। আর পুঁজিবাজারও যেন উন্নতি করে। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানাই। তিনি আরও বলেন, সত্য-সুন্দরের সঙ্গে অসত্যকে মিশ্রণ করা যাবে না।

বিএসইসি কমিশনার বলেন, যিনি জরিমানা পরিশোধে রাজি, তার কোনো সমস্যা নেই। আর যিনি আপিল করবেন, সেটিও তার অধিকার। কমিশনের পক্ষে এই প্রক্রিয়া বন্ধ করা সম্ভব নয়। পুঁজিবাজার ধ্বংসে যেসব চক্র সক্রিয়, বিনিয়োগকারীদের ক্ষতির জন্য দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএসইসি কমিশনার ফারজানা লালারুখ, সংস্থাটির নির্বাহী পরিচালক মীর মোশাররফ হোসেন, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএম) সভাপতি এসএম গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী।