• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

ক্রিস্টাল মেথ-ইয়াবাসহ কুয়াকাটায় ৪ যুবক আটক

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুলাই ৪, ২০২৫
ক্রিস্টাল মেথ-ইয়াবাসহ কুয়াকাটায় ৪ যুবক আটক

সোনালী ডেস্ক:

পটুয়াখালীর মহিপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা টিমের অভিযানে ভয়ংকর ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা এবং ৮ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিনভর অভিযানের মাধ্যমে পটুয়াখালী মহিপুর থানার বিভিন্ন এলাকা থেকে এই ৪ মাদক কারবারীকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালীর একটি গোয়েন্দা টিম। একই দিন রাত ৯টায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলার উপ-পরিচালক মো. হামিমুর রশিদ।

এ সময় তিনি বলেন,  আমরা গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করি এবং ৪ মাদক কারবারীকে আটক করতে সক্ষম হই। এই ৪ মাদক কারবারীর কাছ থেকে ৭৩ পিস ইয়াবা এবং ৮ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা। আটককৃতরা হলেন যথাক্রমে গঙ্গামতি এলাকার মতি মল্লিকের ছেলে মো. রাসেল মল্লিক(৩২), মম্বিপাড়া এলাকার নুরুল হকের ছেলে মো. আব্দুর রহমান (৩০) এবং মোহাম্মদ রাকিব (২৯) ও মেহেদী হাসান (২৫)।

এ সময় তিনি আরও বলেন,  ক্রিস্টাল মেথ একটি ভয়ংকর মাদক যা মানব শরীরের বিভিন্ন ক্ষতি করে থাকে, কিডনি বিকল এমনকি হার্ট বিকল করে ফেলতে পারে এই মাদক।মহিপুর এবং কুয়াকাটা পর্যটন এলাকা থেকে এই প্রথমবারের মতো এই ভয়ংকর মাদক উদ্ধার করা হয়েছে যা চিন্তার বিষয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহিপুর থানায় মামলা করা হবে বলে জানান এই কর্মকর্তা।