• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২৫

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুলাই ৫, ২০২৫
ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে  নিহত ১ আহত ২৫

সোনালী ডেস্ক:

সিলেটের ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে  একটি বাসের হেলাপার নিহত ও মহিলা সহ অন্তত ২৫  জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার(৫জুলাই)ভোর ৬টার সময় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামীর ইউনিয়ন পরিষদের সামনে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিলেটগামী ইউনিকবাসের হেলাপার রাজু মিয়া(২৫) ঘটনাস্থলেই মারা যান।

এতে উভয় বাসের যাত্রী নারী-পুরুষ সহ অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করে আহতদের দ্রুত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকালে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশের সহয়াতায় ঘন্টাখানেকপর যানচলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সুত্রে জানাযায়,ঢাকা-সিলেট মহসড়কের দয়ামীর ইউনিয়ন পরিষদের সামনে ভোর ৬ টার দিকে সিলেটগামী যাত্রীবাহী ইউনিক বাস, যার রেজি: নং ঢাকা মেট্রো-ব -১৫-১৮৬১ ও একটি ঢাকা গামী যাত্রীবাহী এনা বাস যার রেজি: নং-ব-১৫-২২৭৫ বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটি বাসের সামনের অংশে ব্যাপক ক্ষতিসাধন  হয় এবং ইউনিক বাসের হেলপার রাজু মিয়া (২৭) ঘটনাস্থলে নিহত হন।তিনি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের মৃত জাফর শেখের ছেলে। এছাড়া উভয় বাসের প্রায় ২৫ জন যাত্রী আহত হন। তারা হলেন-নিলয়(১৮)মফিজুল ইসলাম (২৮)হৃদয় মিয়া,(৩৫)সাকিব(২৪)আবু আনাস(২৪)বাবুল মিয়া(৩৬)নাঈম উদ্দিন (১৭)নাজমুল ইসলাম(২৫)রিয়াদ(২৬)সাজ্জাদ হোসেন(৫২)রাসেল(৩০)ইমা বেগম (৩০)আব্দুল মালেক(৪০)মহিউদ্দিন(৫০)আবিব হোসেন(০৯)জাহাঙ্গীর(৪০)এনা গাড়ির চালক শাহারিয়া(২৩)ফরিদা বেগম(৫০)ফয়সাল(৪৫)রুমানা বেগম,তাসমিন রুবায়েত (২৫)জাবেদ আহমদ(৪৮)শামসুজ্জামান(৪২),মৌ বেগম (২২) ও খালিজ মিয়া (৪৫)।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন,দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করে দুর্ঘটনায় আহত যাত্রীদের চিকিৎসা ও নিহতের ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং দুর্ঘটনায় কবলিত বাস দুটি পুলিশের হেফাজতে রয়েছে এবং তামাবিল  হাইওয়ে পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।