• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

সিলেটে নগরে স্বেচ্ছাসেবক দলনেতা লাঞ্চিত’ তদন্তে

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুলাই ৫, ২০২৫
সিলেটে নগরে স্বেচ্ছাসেবক দলনেতা লাঞ্চিত’ তদন্তে

সিলেটে নিজ দলের নেতাকর্মীদের হাতে লাঞ্চিত, মারধরের স্বীকার ও ছিনতাইকারী আখ্যা দিয়ে অপদস্থ স্বেচ্ছাসেবক দল নেতা। ঘটনাটি দ্রত ছড়িয়ে পড়ে ও তদন্তে নামে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।

গত বুধবার ২ জুন সন্ধ্যার পর নগরীর দর্শনদেউড়ী এলাকায় নিজ দলীয় নেতাকর্মীদের হাতে অপদস্ত ও লাঞ্চিত হন সিলেট মহানগর বিমানবন্দর থানা কমিটির এ নেতা।
জানা যায়, বুধবার সন্ধ্যায় নগরীর দর্শনদেউড়ি এলাকায় দলীয় নেতাকর্মীদের হাতে লাঞ্চিত হন সিলেট মহানগর বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এমদাদুল ইসলাম মিজান।

তাকে শারীরিক নির্যাতনের ও মাথা ন্যাড়া করে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ছড়িয়ে দিলে ঘটনাটি নগরে দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুল হক চৌধুরী বলেন, আমরা তদন্তের মাধ্যমে ব্যাপারটি খতিয়ে দেখছি। পুরো বিষয়টি জানার পর আমরা আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করবো।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কেন্দ্রিয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি দেখছেন এবং সঠিক পদক্ষেপ নেবেন।

এদিকে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সাথে যোগাযোগের চেস্টা করা হলেও তিনি এ বিষয়ে কোন মন্তব্য গণমাধ্যমে প্রকাশ করেন নি।