
সোনালী ডেস্ক:
ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল হাইস্কুল, অবস্থান সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বারকুট নামক স্থানে । প্রতিষ্ঠাকাল জানুয়ারী ২০০৩ সাল। প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী, সমাজসেবী, দানবীর আব্দুল মালিক লাল মিয়া, সরেয়াম পাকা রাস্তার পাশেই মনোরম প্রাকৃতিক পরিবেশে ৮৫ শতক জমির উপর প্রতিষ্ঠিত এ ব্যতিক্রমি স্কুল। প্রাথমিক পর্যায়ে মাত্র ৩৩ জন ছাত্রছাত্রী নিয়ে শুরু করা এ স্কুল হাটি হাটি পা পা করে এগিয়ে চলেছে সামনের দিকে। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ৪০০ জন প্রায়। প্রতিষ্ঠানে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। বলা যায় পুরাদস্তুর একটা
আদর্শ বিদ্যা পাঠ। অভিজ্ঞ মিষ্টভাষী অধ্যক্ষ জনাব আজমত আলীর নেতৃত্বে কুড়ি জন শিক্ষক এর দ্বারা পরিচালিত সবাই প্রতিষ্ঠানের স্বার্থে পড়া লেখার মান উন্নয়নে নিবেদিত প্রাণ। আলাপ করে জানা যায় ছাত্রছাত্রী ও অভিভাবকরা শিক্ষা কার্যক্রমে সন্তুষ্ট। বলতে গেলে প্রতিটি পাবলিক পরীক্ষার ফলাফল
সন্তোষজনক । গেল বছরের এস এস সি তে পাশ করেছেন শতভাগ ছাত্রছাত্রী। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এস এস সি পর্যন্ত পড়া লেখা করে অনেক ছাত্রছাত্রীই দেশ ছাড়া বিদেশেও উচ্চ শিক্ষা গ্রহণে রত। কেউ কেউ আবার পড়ালেখা সমাপ্ত করে উচ্চ পদে সম্মানের সাথে চাকুরী করছে দেশে এবং বিদেশেও। এ কৃতিত্বের দাবিদার প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ, শিক্ষক ম-লী এবং ছাত্রছাত্রীও। সরকারী বা অন্য কোন সংস্থা থেকে দান, অনুদান ছাড়াই প্রতিষ্ঠাতার একক প্রচেষ্টা ও অর্থায়নে এবং ছাত্রছাত্রীদের টিউশন ফি দিয়েই সুষ্ট ভাবে পরিচালিত হচ্ছে এ শিক্ষা প্রতিষ্ঠান । ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল হাইস্কুল এত সুন্দর ভাবে পরিচালিত এবং উন্নয়নের পিছনে যে যুক্তি বা কারণ তা হচ্ছে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব লাল মিয়া, অধ্যক্ষ শিক্ষাবিদ আজমত আলী ও তার নেতৃত্বে কর্মরত শিক্ষক ম-লী, তাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার মান, পরিবেশের উন্নয়নে, প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করে চলেছেন। নেই
কোন কমিটি, নেই কোন হস্তক্ষেপ বা তথাকতিত ছাত্র রাজনীতি । এলাকার ক’জন অভিভাবকের সাথে আলাপে জানা যায়- এ প্রতিষ্ঠানের কার্যকর্মের উপর তারা সন্তুষ্ট। ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে তারা নিশ্চিন্তেই থাকেন । নেই কোন অভিযোগ আক্ষেপ বা কোন্দল । আমাদের বিশ্বাস সম্মিলিত প্রচেষ্টা ও প্রয়াসে এ প্রতিষ্ঠানটি এক সময় দেশের অন্যতম সেরা বিদ্যানিকেতন হিসাবে পরিচিতি ও খ্যাতি লাভ সক্ষম হবে।অভিনন্দন সংশ্লিষ্ট সকলকে ।