• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

নির্বাচনে বিএনপিই জয়ী হবে: মান্না

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুলাই ৬, ২০২৫
নির্বাচনে বিএনপিই জয়ী হবে: মান্না

সোনালী ডেস্ক:

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে বিএনপিই জয়ী হবে। রোববার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ গণজাগরণ দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, অনেকে নানা কথা বলছে, বড় বড় সভা করছে, কিন্তু দেশের মানুষ এখনো বিএনপির দিকেই তাকিয়ে আছে। মানুষের আস্থা এখন বিএনপির দিকেই। ২০১১ সালের ৬ জুলাই তৎকালীন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের ওপর হামলার ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, আমার বয়স এখন ৭৫। হয়তো ৫-১০ বছর পর আমি আর থাকব না। এখনো সুস্থ থাকলেও চাই, তরুণ প্রজন্ম দায়িত্ব নিক। যদি তারা সচেতনভাবে জ্ঞানবুদ্ধি কাজে লাগায় এবং আন্তরিকতার সঙ্গে দেশ গড়তে চায়, তাহলে তারাই পারবে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে।

তিনি আরও বলেন, আমাদের উচিত প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। জয়নুল আবেদিন ফারুকের ওপর যে নির্যাতন হয়েছিল, তা অনেকের মন থেকে হারিয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার শাসনামলে যে নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, ২০ দিনের মধ্যে দেড় হাজার মানুষকে হত্যা করা হয়েছে তা কোনো ভাষায় প্রকাশযোগ্য নয়। এমন নৃশংসতার প্রতিবাদে আমাদের ভাষাও যেন হারিয়ে গেছে।

ছাত্র-জনতার চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আলাল একে ছাত্র-জনতার অভ্যুত্থান বললেও আমি বলি, এটি শিক্ষার্থী-জনতার অভ্যুত্থান। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ নিহত হয়নি, বরং সব নিহতই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি নিজে বগুড়ার মানুষ-সেখানে ১১ জন মারা গেছে, তারা সবাই ছিল খেটে খাওয়া সাধারণ মানুষ।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ, বাংলাদেশ গণজাগরণ দলের সভাপতি হাবিব আহমেদ আশিক, সহসভাপতি সিরাজুল ইসলাম মনির, ইসমাইল হোসেন সিরাজীসহ অন্যান্য নেতারা।