
সোনালী ডেস্ক:
প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস রবিবার। গানে গানে যিনি জয় করেছিলেন কোটি হৃদয়, সেই শিল্পীকে আজ স্মরণ করেছেন তার দীর্ঘদিনের বন্ধু ও জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে হানিফ সংকেত লেখেন, যার কাছে গানই ছিল জীবন-মরণ, গানই ছিলো প্রাণ। এই গানের জন্যই মানুষ তাকে ভালোবাসতো, দিয়েছিল ‘প্লেব্যাক সম্রাট’ উপাধি।
তিনি জানান, চার দশকেরও বেশি সময় ধরে এন্ড্রু কিশোরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একসঙ্গে আড্ডা, বিদেশ সফর—সব মিলিয়ে এন্ড্রু কিশোর ছিলেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ।
হানিফ সংকেত আরও লেখেন-কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারতো, তেমনি সবার সঙ্গে প্রাণ খুলে মিশতে পারতো। কিশোর ছিলো ইত্যাদির প্রায় নিয়মিত শিল্পী। একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিলো কিশোর।
স্ট্যাটাসের শেষটায় ভালোবাসা আর না বলা বিষাদের ছোঁয়া—‘বন্ধু ভুলিনি তোমায়-ভুলব না-ভুলতে পারব না। ভালো থেকো, শান্তিতে থেকো।
প্রসঙ্গত, বাংলা গানের ইতিহাসে এন্ড্রু কিশোর এক উজ্জ্বল নাম। তার কণ্ঠে যেমন ছিল দরাজ আবেগ, তেমনি ছিল নিখুঁত টেকনিক। বহু কালজয়ী গান গেয়ে তিনি হয়ে উঠেছিলেন ‘প্লেব্যাক সম্রাট’।