• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে ১১ লাখ টাকার অবৈধ বিদেশী সিগারেটসহ আটক ২

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুলাই ১০, ২০২৫
কমলগঞ্জে ১১ লাখ টাকার অবৈধ বিদেশী সিগারেটসহ আটক ২

সোনালী ডেস্ক:
মৌলভীবাজারের কমলগঞ্জে বিদেশী সিগারেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার পৌর এলাকার ভানুগাছ বাজারের ১০নং পয়েন্ট ভাই ভাই ষ্টোর নামীয় দোকান থেকে বিদেশী সিগারেট ও ২ জনকে আটক করা হয়।

জানা যায়, কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারের ১০নং পয়েন্ট ভাই ভাই ষ্টোর নামীয় দোকান থেকে অভিযান চালিয়ে ১ লক্ষ ১০ হাজার বিদেশী সিগারেট জব্দসহ ২ ব্যক্তিকে আটক করেন। এ সময়ে সদর ইউনিয়নের রাসটিলা গ্রামের মাহফুজ মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (৩২) ও আব্দুল হান্নানের ছেলে মো. রাহী (১৯) কে আটক করা হয়। জব্দকৃত বিদেশী সিগারেটের বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী দেশ ভারত হইতে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে সিগারেট বাংলাদেশের অভ্যন্তরে এনে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আটক দুইজনকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।