• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

সিলেট লাক্কাতুরা চা বাগানে চোরাইমদসহ ০১ জন আসামী গ্রেফতার

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫
সিলেট লাক্কাতুরা চা বাগানে চোরাইমদসহ ০১ জন আসামী গ্রেফতার

সোনালী ডেস্ক:

সিলেট মহানগরীতে ৩০ লিটার চোরাইমদসহ একজন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে দিকে নগরীর লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া প্রতি রায় (৪০) নগরীর লাক্কাতুরা চা বাগানের সাওতালপাড়া এলাকার প্রেমা রায়ের ছেলে।

পুলিশ জানায়, সাদা প্লাষ্টিকের একটি চটের বস্তা কাঁধে নিয়ে রাস্তা পারাপারের সময় সন্দেহ হওয়ায় প্রতি রায়কে আটক করা হয়। পরে তল্লাশি করে বস্তার ভিতর হতে ১৫ টি প্লাষ্টিকের বোতলে মোট ৩০ লিটার চোরাইমদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার প্রতি রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে  উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মামলা দায়ের করা হয়েছে। আসামীকে সিলেট আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।