• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

“নিখোঁজ সংবাদ”

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুলাই ২, ২০২৫
“নিখোঁজ সংবাদ”

সোনালী ডেস্ক:

মো:সুয়েজ হসেন

হারিয়ে যাওয়া সেই  প্রেমিকার

নাইরে কোথাও ঠাঁই,,

কার সনেতে বসত তাহার-

কোন বনেতে পাই।

ঘর ছেড়ে যে’পালিয়ে গিয়ে

পর’কেভাবলো সুখ-

তাতেই যদি সুখ পাওয়া যায়-

নাইরে তাতে দু:খ।

ভাবেন তিনি যাকনা মরে

মুকুট পরার পাল-

আম-জনতা চাবুক মেরে-

তুলুক পিঠের ছাল।

নতুন করে গড়ব না হয়

সংগ বদ্ব মাঝি-

হুট করে যে ঢুকে পড়ে

মারবো ডিগবাজী।

শখের বাসর ঘরে শোয়ে

দীবা স্বপ্ন দেখেন-

হজরতের’ই নামে তিনি-

ভবীষ্যত টা ‘লেখেন।

লিখতে থাকেন পাতায় পাতায়

ডাইরীর পাতা ভরে-

সুখের সারী গাইতে থাকেন

এমনি এমনি করে।